বিএনপি নেতাদের মুখে নিরপেক্ষ নির্বাচনে🍬র ‘সবক’ মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, “তাদের নেত্রী (খালেদা জিয়া) এক সময়ে বলেছিলেন শিশু ও পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয়, কাজেই বিএনপি নেতাদের নিরপেক্ষ নির্ব🦂াচনের কথায় দ্বিচারিতার যে রাজন🐽ীতি, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।”
স🌌োমবার (১৮ জুলাই) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা ব🌠লেন।
বর্তমান সরকার যদি পরিবর্তন না হয় এবং নিরপেক্ষ সরকার যদি না আসে তাহলে দেশে কোনো নির্বাচন হবে না- মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি সরকার পরিবর্তন চায়, অথচ নির্বাচনে আসে না। সরকার পরিবর্তন চাইলে তো নির্বাচনে আসতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ ন🌌েই। নিরপেক্ষ সরকারের বিষয়ে বিএ🔯নপি নেতারা বারবার কথা বলে। জনগণ বিএনপির তথাকথিত নিরপেক্ষ নির্বাচন আগেই দেখেছে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সরকার অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো ইসিকে একট♏া অবাধ, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা দিয়ে যাবে। সরকাꦉর ক্ষমতায় থাকলেও নির্বাচন সংক্রান্ত সবকিছু ইসির অধীনে থাকবে। বিএনপির কাছে ইসি তখনই নিরপেক্ষ, যখন তারা নির্বাচনে জয়ী হবার শতভাগ গ্যারান্টি পাবে।”
ওবায়দুল কা🍸দের আরও বলেন, “নির্বাচনকালীন সরকারের বিষয়টি উচ্চ আদালত কর্তৃক মীমাসিংত ইস্যু। এ নিয়ে নতুন করে আলোচনার কোনো সুযোগ নেই। শেখ হাসিনা থাকলেই নির্বাচন সুষ্ঠু হবে। তিনি নির্বাচনে কোনো ൩প্রকার হস্তক্ষেপ হোক, এটা চান না।”