ঢাকা মেডি🍌কেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক হাজতির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কা🐎রাগার থেকে হাসপাতালে নেওয়া হয়🐈েছিল তাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই হাজতির নাম মেহেদী আজা🌠দ নয়ন (৩০)। দুপুরে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঢামেক হাসপಌাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নয়নকে উদ্ধার করে নিয়ে আসা কারারক্ষী তারিকুল ইসলাম বলেন, “তিনি এই🌺চআইভি সাসপেক্ট রোগে আক্রান্ত ছিলেন। আজ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চඣিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
কারারক্ষী তারিকুল আরও বলেন, “কী মামলায় নয়ন কারাগ♚ারে ছ⛎িলেন সে বিষয়ে কিছু বলতে পারি না। তবে তার বাবার নাম আবুল কালাম আজাদ।”
বিষয়টি নিশ্চিত করে ঢামেক🐷 হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের ♚উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে।”