আওয়ামী লীগের সময়েই দেশ সবচেয়ে বেশি লাভবান 🍌হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন♍্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর সফল হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীরꦜ সফরের মধ্যে সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভারতের স্থলভাগ ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের গার্মেন্টস পণ্যসহ বিনা শুল্কে পণ্য রপ্তান🌄ির সুযোগ। যার জন্য বহু বছর ধরে বাংলাদেশ চেষ্টা করে এসেছে।”
তথ্যমন্ত্রী বলেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ন্যায্যতার ভিত্তিতে। ছিটমহল আমাদের অধিকারে চার দশকে কেউ আনতে পারেনি। সেই ছিটমহল প🌸্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই মীমাংসা হয়েছে। শেখ হাসিনার সরকার ছিটমহ🧸লগুলো আমাদের অধিকারে এনেছে।”
মাদকসহ মাত্র ২০টি পণ্য ছাড়া ভারত আমাদের অন্যান্য পণ্যে ট্যারিফ সুবিধা দিয়েছে জানিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “এই সুবিধা বিএনপি আদায় করতে ꦯপারেনি। খালেদা জিয়া তো ভারতে গিয়ে আমাদের গঙ্গার প♔ানির কথা বলতে ভুলেই গিয়েছিলেন। সেটিও আদায় করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।”
বিএনপি নেতারা আব🥃োল-তাবোল বলছেন মন্তব্য করে তিনি বলেন, “কেন এতো ভালো সফর হলো, এ নিয়ে বিএনপি ও মির্জা ফখরুল সাহেবদের মন খারাপ। ওনাদের কাজ বিভ্রান্তি ছড়ানো। মন খারাপের কারণে ওনারা এখন আবোল-তাবোল বলছেন।”
তিনি আরও বলেন, “তিস্তা চুক্তি না হওয়ার পেছনে ভারতের কেন্দ্রীয় সরকার বাধা নয়। 🗹এটি হয়নি সংবিধান অনুযায়ী রাজ্য সরকারের কারণে। রাজ্যের বাধা থাকায় চুক্তিটি হয়নি। আমরা আশা করছি খুব দ্রুত তিস্তা চুক্তিটি হবে। 🍌কুশিয়ারা নদীর পানি নিয়ে যে চুক্তি হয়েছে সেটি আমাদের একটি বড় অর্জন।”