• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পুরান ঢাকায় জমে উঠেছে শীতের পোশাক বেচা-কেনা


সোহানুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ০৮:৩৬ পিএম
পুরান ঢাকায় জমে উঠেছে শীতের পোশাক বেচা-কেনা
ফুটপাতের দোকানে ক্রেতাদের ভিড়। ছবি : সংবাদ প্রকাশ

নভেম্বরের শুরু থেকেই আবহাওয়ায় শীতের আগমনী বার্তা কিছুটা পাওয়া যাচ্ছিল। তবে নভেম্বরে সেভাবে শীতের দেখা পাওয়া যায়নি। ক👍িন্তু ডিসেম্বরের শুরু থেকেই রাজধানীসহ সারা দেশে শীতের প্রকোপ বেড়েছে। ফলে পু𝔉রান ঢাকার বিভিন্ন মার্কেটসহ ফুটপাতের দোকানগুলোতে বেড়েছে শীতকালীন পোশোকের বেচা-বিক্রি। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে বাড়তে থাকে ক্রেতাদের আনাগোনা।

শনিবার (১৬ ডিসেম্বর) রাজধানীর প💞ুরান ঢাকার 𒅌লক্ষ্মীবাজার, পাটুয়াটুলী, সদরঘাটের আশপাশের ফুটপাত ঘুরে এ চিত্র দেখে গেছে। 

সরেজমিনে দেখা যায়, শীতের জ্যাকেট, সোয়েটার, জাম্পার, মাফলার, কম্বল ও কানটুপিসহ নানা রকমের শীতের পোশাক কিনতে এসব মার্কেট ও ফুটপাতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ক্রেতা বিক্রেতাদের দাম নিয়ে যুক্তিতর্কে জমে উঠেছে শীতের কাপড় বেচাকেনার মার্কেট ও ফুটপাতগু🌜লো। তবে ক্রেতাদের মধ্যে নারী ক্রেতার সংখ্যাই বেশি।

ক্রেতাদের আকৃষ্ট করতে দোকানে নানা রকম দেশি-বিদেশি শীতের পোশাক সাজিয়েছেন বিক্রেত😼ারা। তাছাড়া ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের ঘোষণাও দ🍬িচ্ছেন অনেক বিক্রেতা।

লক্ষীবাজারের বিক্রেতা রাজু বলেন, “আমাদের এখানেও শীতের কাপড়ের ভালো কেনাবেচা হচ্ছে। মার্কেট থেকে কোনো অ𝓡ংশে খারাপ নয় আমাদের শীতের কাপড় বেচাকেনা। বরং একই কাপড় বড় মার্কেটের চেয়ে ক্রেতারা এখান থেকে কম দামে কিনতে পারছেন। কাপড়ের কোয়ালিটি খারাপ না।”

হাসি রহমান ꧂নামের এক ক্রেতা বলেন, “আমি ভালো মার্কেট থেকেও শীতের কাপড় কিনেছি। তবে ফুট♑পাতেও কম দামে ভালো কাপড় পাওয়া যাচ্ছে। তাই এখান থেকে ভালো কিছু শীতের কাপড় কিনলাম।”

কোহিনুর বেগম নামের আরেক ক্রেতা বলেন, “আমরা দামের তুলনায় ভালো কাপড় প🎶াচ্ছি, তাই মার্কেটে না গিয়ে এখান থেকেই কিনে নিলাম।”

সদরঘাটের বিক্রেতা আরমান আলী বলেন, “অন্য সময়ের তুলনায় এবার বেচা-বিক্রি ভালো। ক্রেতারা ফিরে যাচ্ছেন না। দামাদামি করে ক্রয় করছ꧟েন।”

Link copied!