ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন, “অনলাইনে জঙ্গি তৎপরতা পুলিশের বড় চ্যালেঞ্জ। অনলাইনের মাধ্যমে অল্প সময়ের ভেতরে অল্প খরচে বেশি মানুষকে সংক্রমিত করা যায়। এ ক্ষেত্ඣরে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হব🐠ে।”
সোমবার (১ জুলাই) সকালে রাজধানীর গুলশানে হলি আর্টিসানে জꦑঙ্গি হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাং♍বাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অনলাইনে জঙ্গিবাদের তৎপরতা নিয়ে এক প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, “এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে পুলিশের তৎপরতার পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের এগিয়ে আসতে হবে।🍌 মিডিয়া ব্যক্তিত্ব, সচেতন শ্রেণির মানুষ ও অভিভাবকদের খেয়াল রাখতে হবে তার সন্তান কীভাবে চলছে, কার সঙ্গে চলছে, কতক্ষণ তার সন্তান মোবাইলে থাকছে, একা একা থাকছে সবকিছু খেয🍬়াল রাখতে হবে।”
ডিএমপি কমিশনার বলেন, “জঙ্গিবাদ একটি বৈষয়িক সমস্যা। বাংলাদে🌠শেও এর থেকে মুক্ত নয়। এরপরও পুলিশের সিটিটিসি, এটিইউ ও জঙ্গি দমনে অন্যান্য বাহিনীর দক্ষতা ও দুরদর্শিতা বাংলাদেশকে সুন্দর অবস্থায় রেখেছে। জঙ্গি দমনে বিশ্বে রোল মডেল পরিচিত পেয়েছে।”
এসময় অতিরিক্ত পুল൲িশ কমিশনার (এডমিন) এ কে এম হাফিজ আক্তার, সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামানসহ ডিএমপির ঊর❀্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।