• ঢাকা
  • মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ২১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বেতন ছাড়া আর কী কী সুবিধা পান মন্ত্রী-এমপিরা?


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৪:৫৫ পিএম
বেতন ছাড়া আর কী কী সুবিধা পান মন্ত্রী-এমপিরা?
বৃহস্পতিবার প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচন শেষে টানা চতুর্থবারেন মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা।🧸 এরই মধ্যে মন্ত্রিসভাও গঠন 𒈔করেছেন তিনি। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে তার নেতৃত্বে শপথ নিয়েছে মন্ত্রিসভার সদস্যরা। এর আগে বুধবার শপথ নেন জাতীয় সংসদের সদস্যরা। কিন্তু কত টাকা বেতন পান বাংলাদেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা? আর কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন তারা।

এবারের মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্🏅ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

‘দ্য মিনিস্টার্স, মিনিস্টার্স অব স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) অ্যাক্ট’- অনুযায়ী, একজন মন্ত্রীর মাসিক বেতন ১ লাখ ৫ হাজার টাকা। প্রতিমন্ত্রী পান ৯২ হাজার, উপমন্ত্রী পান ৮৬ হাজার💦 ৫০০, আর একজন সংসদ সদস্য মাসিক বেতন পান ৫৫ হাজার টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা

দায়িত্ব পাওয়ার পর একজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী সরকারি বাসা পান। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বাসভবনে ✅বিদ্যুৎ, গ্যাস, পানি ও টেলিফোন ব্যয় যা আসবে, সরকার তার প💦ুরোটাই বহন করে।

তবে কেউ যদি সরকারি আবাসনে না থেকে নিজ বাড়ি ꦜবা ভাড়া বাড়িতে থাকেন, তাহলে সরক𒆙ার থেকে তিনি মাসিক ৮০ হাজার টাকা করে ভাড়া পাবেন। এক্ষেত্রে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পাবেন ৭০ হাজার টাকা করে।

সরকারি বাড়ি সাজসজ্জা করতে একজন🌳 মন্ত্রী প্রতিবছর পাঁচ লাখ টাকা,🐻 প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা পাবেন চার লাখ টাকা করে। এ ছাড়া নিজ বাড়ি বা ভাড়া বাড়িতে বসবাস করলে সেটি রক্ষণাবেক্ষণের জন্য বছরে তিন মাসের বাড়ি ভাড়ার সমপরিমাণ টাকা পাবেন তারা।

সংসদ সদস্যরাও সরকারের কাছ থেকে প্লট পেয়ে থাকেন। বাসায় টেলিফোন ভাতা বাবদ তাঁকে 🍌প্রতি মাসে ৭ হাজার ৮০০ টাকা দেওয়া হয়। প্রতি মাসে লন্ড্রি ভাতা দেড় হাজার টাকা, মাসিক ক্রোকারিজ, টয়লেট্রিজ কেনার জন্য ভাতা ৬ হাজার টাকা পান সংসদ সদস্যরা।  নির্বাচনী এলাকায় অফিস খরচের জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকাও পান একজন সংসদ সদস্য।

দায়িত্ব পাওয়ার পর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা সরকারি খরচে একটি করে গাড়ি ꦦসুবিধা পাবেন। অন্যদিকে, সংসদ সদস্য হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা পেয়ে থাকেন তারা।

একজন সংসদ সদস্য মাসিক পরিবহন ভাতা পাবেন ৭০ হাজার টাকা। এছাড়া তার নির্বাচনী এলাকার যাওয়া–আসার ভাতা হিসেবে প্রতি মাসে পাবেন ১২ হাজার ৫০০ টাকা। জ্বালানি বাবদ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দৈ🍷নিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পাবেন।

একজন মন্ত্রী মাসে ১০ হাজ💧ার টাকা করে আপ্যায়ন ভাতা পান। এ খাতে প্রতিমন্ত্রী সাড়ে ৭ হাজার টাকা আর উপমন্ত্রী ৫ হাজার টাকা পেয়ে থাকেন। একজন সংসদ সদস্য আপ্যায়ন ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে প🔜ান।

মন্ত্রিসভার সদস্যরা অসুস্থ হলে ত🦩ার পুরো চিকিৎসা খরচ সরকার বহন করে। অন্যদিকে, একজন প্রথম শ্রেণির কর্মকর্তা যে চিকিৎসা খরচ পান, একজন ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚসংসদ সদস্য ও তার পরিবার সমান সুবিধা পেয়ে থাকেন।

নিজ এলাকার মসজিদ, মন্দির উন্নয়নসহ এ𒈔লাকার মানুষের দাতব্য কাজে একজন মন্ত্রীকে বছরে ১০ লাখ টাকা💖 দেওয়া হয়। এ খাতে প্রতিমন্ত্রী পান সাড়ে ৭ লাখ ও উপমন্ত্রী পান ৫ লাখ টাকা করে। অন্যদিকে, এ খাতে একজন সংসদ সদস্য পান বছরে ৫ লাখ টাকা।

Link copied!