• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘আমরা বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১২, ২০২৪, ০৫:২৭ পিএম
‘আমরা বাস করি ভূতলে, বিনিয়োগ করি পাতালে’
বক্তব্য রাখছেন এম এ মান্নান। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “আমরা বাস করি ভূতলে (মাটিতে),♌ বিনিয়োগ করি পাতালে।”

বুধবার (১২ জ🐓ুন) রাজধানীর লেকশোর হোটেলে ‘সিপিডি বাজেট সংলাপ ২০২৪’ শীর্ষক অনুষ্ঠানে তিꦿনি এসব কথা বলেন।

এম এ মান্নান বলেন, “এ মুহূর্তে আমি সরকারের অংশ নই। এটা আমার নিজের বক্তব্﷽য। রাজনৈতিকভাবে দলে ও সংসদে আছি। সাধারণ মানুষ ও গ্রামীণ এলাকার প্রতিনিধিত্ব করছি। আমরা গ্রামে বিদ্যুৎ পেয়েছি, কমিউনিটি ক্লিনিক পেয়েছি। প্রধানমন্ত্রী এসব দিয়েছেন। কৃষিতে আমাদের বিশাল অর্জন হয়েছে।”

সাবেক পরিকল্পনামন্ত্রী বলেন, “প্রকল্প বাস্তবায়নে জড়িত ছিলাম প্রায় ১০ বছর। আমার অনেক ব্যক্তিগত আপত্তি আছে। যেহেতু আমি ꦯটিম ওয়ার্কার, ক্যাপ্টেন, এ জন্য আমার মানা উচিত। না হলে আমি আছি কেন দলের সঙ্গে।”

এম এ ಞমান্নান বলেন, “রাজনৈতিকভাবে বৃহত্তরℱ অর্থে আমি তার সঙ্গে আছি। কিন্তু এখানে ফাঁকফোকরে কোনো কোনো জায়গায় আমার ভিন্নমত অবশ্যই আছে। এমন প্রকল্প আমার হাত দিয়ে গেছে বা যাচ্ছে যেগুলোর সঙ্গে আমি মনেপ্রাণে একমত নই।”

ভিয়েতনা♛মের কথা উল্লেখ করে এম এ মান্নান বলেন, “বার বার ভিয়েতনামের কথা বলা হয় বা আসে। কিন্তু অনেকেই জানেন না, ভিয়েতনামে ব্যক্তি স্বাধীনতার ওপরে আক্রমণ করা হয়। অথচ বাংলাদেশে সেটা হয়♎ না।”

Link copied!