• ঢাকা
  • শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে : তাসকিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০১:২৬ পিএম
ওয়াসার শতভাগ রাজস্ব আদায় হয়েছে : তাসকিম

সবশেষ অর্থ বছরে শতভাগ রাজস্ব আদায় হয়েছে। যা টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকার বেশি বলে জানিয়েছেন ঢাকা ওꦉয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা🦩 ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অ༒নুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাকসিম এ খান বলেন, “গত বছর আমরা দুই হাজার কোটি 𓆉টাকার ওপরে রাজস্ব আদায় করেছি। আগে আমাদের ৬৪ শতাংশ আদায় হতো। এখন শতভাগ আদায় হচ্ছে। আর্থিক দি🐷কে আমরা আমাদের পরিবর্তন এনেছি।”

তিনি ব♎লেন, “১২ বছর ধরে আমরা একটা বড় পরিবর্তনের মধ্যে আছি। ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসার মাধ্যমে আমরা আমুল পরিবর্তন এনেছি। অ্যাওয়ার্ড গিভিংটা আমরা এখন প্রতি বছ🔥র করছি। আমরা অনেক পরিবর্তন করতে পেরেছি।”

তিনি আরও বলেন, “আমাদের ৮০ শতাংশ ডিজিটাল। বাকী ২০ শতাংশ করতে চাই। আমরা 🍰সেদিকে ধাবিত হচ্ছি।”

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, অডিটর জেনারেল (মহাহিসাব নিরিক্ষক)💖 মো. মুসলিম চৌধুরী ও ঢাকা ওয়াসার চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!