• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


উৎসবমুখর পরিবেশে ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৩, ১১:০৪ এএম
উৎসবমুখর পরিবেশে ডিআরইউ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআর😼ইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে এই ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারে🌸র দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। আরও কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক তাকে সহযোগিতা করছেন।

ডিআরইউর নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ডিআরইউ প্রাঙ্গণ জমে উঠেছে। ভোটাররা ভোট কেন🔜্দ্রে আসতে শুরু করেছেন। বাড়ছে প্রার্থীদের সমর্থকদের ভিড়। এ ছাড়া ডিআরইউ এলাকাজুড়ে প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছ💫ে।

ডিআরইউ নির্বাচনে মোট ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এর মধ্যে সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. মনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। বাকি ২০🍌 পদে জন্য লড়ছেন ৪০জন প্রার্থী।

এবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতির পদের জন্য প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি সৈয়দ শুক্কಞুর আলী শুভ ওজহিরুল হক রানা।

সহসভাপতি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন তিনজন—গাজী আনোয়ার, হালিম মোহাম্মদ,ও শফিকুল ইসলা♑ম শামীম।

সাধারণ সম্পাদকের পদের জন্য প্রার্থী রয়েছেন তিনজন—সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল্ඣলাহ আল কাফি, সাবেক কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন ও বর্তমান সাধারণ  মাইনুল হাসান সোহেল।

যুগ্ম সম্পাদকের পদের জন্য প্রার্থী হয়েছেন দুইজন—মাইদুর রহমান রুবেল ও মো. মিজানুর রহমꦅান। অর্থ সম্পাদক পদের বিপরীতে প্রার্থী রয়েছেন কামরুজ্জামান লাভলু ও মো. জাকির হোসাইন।

সাংগঠনিক সম্পাদকের পদে প্রার্থী হয়েছেন চারজন। তারা হলেন আবদুল হাই তুহিন, হাসান জাবেদ, খালেদ সাইফুল্লাহ ও এম এম জসিম। দপ্তর সম্পাদক পদে রয়েছেন মো. শাহাবউদ্দিন মাহতাব ও রফিক রাফি। নারীবিষয়ক সম্পাদক পদের জন্য প্রার্থী হ🍃য়েছেন মাহমুদা ডলি ও রোজিনা রোজী।

প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মেজবাহ উল্লাহ শিমুল ও সুশান্ত সাহা। তথ্যপ্রযুকও্তি ও প্রশিক্ষণ সম্পাদকের পদের জন্য প্রার্থী মো. রাশিম (রাশিম মোলಞ্লা) ও এম এম মোন্তাফিজুর রহমান সুমন। ক্রীড়া সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মাকমুদা লিসা ও মাহবুবুর রহমান।

সাংস্কৃতিক সম্পাদক পদে প্রার্থী মো. মনোয়ার হোসেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূইয়া ও সলিমুল্লা মেজবা। কল্যাণ সম্পাদক পদের জন্য প্রার্থী তানভীর আহমেদ ও নার্গিস জুঁই। কার্যনির্বাহী সদস্যের সাতটি পদের জন্য প্রার্থী রয়েছেন আটজন। তারা হলেন দেলোয়ার হোসেন মইন, ফারহানা ইসলাম জ্যোতী, মো. হাবিব⛎ুর রহমান, হাসান ঈমাম ইমরান, শরিফুল ইসলাম, মহিবুল্লাহ মহিব, রফিক মৃধা, সাইদ শিপন।

Link copied!