রাজধানীর শাহবাগে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনের চায়ꦚে🐟র দোকানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, এখানে তিনি প্রায় এক ঘণ্টা বসে ছিলেন। চ✱া খেয়েছেন। এরপর শুয়ে পড়েন। পরে তার কোনো সাড়াশব্দ নাম পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। তার সঙ্গে ওষুধ ছাড়া আর কিছু পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসꦡআই) তমিজউদদীন বলেন, লাশ এখন💎 ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি মর্গে রাখা হয়েছে।