অভিযান করা সমাধান নয়, সবাইকে সচেতন হতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান প্রকৌশলী সালেহ আহমেদ। তিনি বলেছেন, “অবৈধভাবꦗে গ্যাস লাইন নেওয়া থেকে সবাইকে বিরত থাক🐎তে হবে।”
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে তিনি এসব কথা বলেন।
গুলিস্তানের বিস্ফোরণের বিবরণ জানিয়ে সালেহ আহমেদ বলেন, “আমরা এখন থেকে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করব এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্༒য ভবন ꦡমালিক ও সংশ্লিষ্টদের সতর্ক করব।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালে আহমেদ বলেন, “গ্যাস বা সেফটিক ট্যাংকের কা🌊রণে বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
এর আগে মཧঙ্গলবার( ৭ মার্চ) রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এসময় পাশাপাশি দুইটা ভবন (একটা ৭ তালা ও আরেকটা ৫তলা) ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় সেদিনই ১৬ জন ও পরবর্তী দুই দিনে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। সবশেষ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকেও একটি লাশ উদ্ধার করা হয় ক্ষতিগ্রস্ত ভবনের বেজমেন্ট থেকে।