নির্বাচন কমিশনের নির্দেশনা পরিপালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশে🃏র (ডিএমপি) ৩৩ ওসিকে বদলি করা হচ্ছে।
রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান ডিএমপির অতি꧋রিক্ত পুলিশ কমিশনার (অ্যাꦯডমিন) এ কে এম হাফিজ আক্তার।
হাফিজ আক্তার বলেন, “ছয় মাসের বেশি এক থানায়🍰 দায়িত্ব পালন করা ওসিদওের বদলি করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী ৩৩ থানার ওসিকে বদলি করা হচ্ছে।”
হাফিজ আক্তার আরও বলেন, “নির্বাচন কমিশনারের নির্দেশনা অনুযায়ী আগা꧟মী ৫ ডিসেম্বরে🌊র মধ্যে ডিএমপির ৩৩ থানার ওসিকে বদলি করা হবে। দু-একদিনের মধ্যে বদলির আদেশ হতে পারে। বদলির ফলে আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রভাব পড়বে না।”
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি কে এন রায় নিয়তি জানান, গত ৩০ নভেম্বরের নির্বাচন কমিশনের পত্রের আলোকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যেসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারꦜ বর্তমান কর্মস্থলে ছয় মাসের অধিক চাকরিক𝓀াল সম্পন্ন হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তাদের অন্যত্র বদলির প্রস্তাব অনুমোদনের জন্য শিগগিরই নির্বাচন কমিশনে পাঠানো হবে।