ঢাকা☂ মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার কমিশনার মো. আনোয়ার হোসেন মিয়াকে বদলি করা হয়েছে।
শনিবার (২৭ জুলাই) ডিএ♑মপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর༒্মকর্তাকে বদল করা হয়।
রোববার (২৮ জুলাই) এ তথ্য জানিয়েছে ডিএমপি।
ডিএমপির এক বার্তায় জানানো হয়, ডিএমপির সহকারী কমিশনার মো. আনোয়ার হোসেন মিয়াকে ডিএমপির উত্তরা বিভাগে (পেট🐼্রোল-উত🎃্তরা পূর্ব) বদলি করা হয়েছে।
এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।