• ঢাকা
  • শনিবার, ০৭ ডিসেম্বর, ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার মুশতাক ইস্যুতে লাইভে এসে নতুন তথ্য দিলেন তিশার মা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৪, ০৩:১৯ পিএম
এবার মুশতাক ইস্যুতে লাইভে এসে নতুন তথ্য দিলেন তিশার মা
মুশতাক ইস্যুতে লাইভে কথা বলেন তিশার মা। ছবি : সংগৃহীত

সিনথিয়া ইসলাম তিশা ও খন্দকার মুশ🥂তাক আহমেদের অসম বিয়ে নিয়ে আলোচনা-সমালোচনা যেন থামছেই না। এবার ফেসবুক লাইভে এসে তাদের বিয়ে 𓂃ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিশার মা।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ফেসবুক লাইভে এসে তিশার মা বলেন, “খন্দকার মুশতাক আহমেদ তিশাকে ব্লাকমেইল করেছে🍰ন। তাকে জিম্মি করে ক🐈াবিননামায় স্বাক্ষর নিয়েছেন। তিশাকে যে বিয়ে করেছে এর সাক্ষী কাজী ছাড়া আর কেউ নেই।”

বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে তিশার মা বলেন, “তিশা এখন যা বলছে সব শেখানো কথা। এখন মুশতাক নিজে বাঁচতে তিশাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। মুশতাক ভালো করেই জানে যে, তিশা একবার মুখ খুললে তার (মুশতাক) খবর আছে। তিশা আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে কি☂ন্তু তাকে (তিশা) মুশতাক কোনোভাবেই যোগাযোগ করতে দিচ্ছে না। তিশা অনেক ভীতু মেয়ে এবং সহজ সরল। তাকে যেভাবে পরিচালনা করছে সেভাবে সে পরিচালিত হচ্ছে।”

খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চেয়ে তিশার মা বলেন, “তিশাকে জোর করে কাবিননামায় স্বাক্ষর নিয়েছে। খন্দকার মুশতাকের বিচার ও শাস্তি চাই। আমার মেয়েকে জিম্মি করে কাবিননামায় সই দিতে বলে মুশতাক। কিন্তু আমার মেয়ে সইꦏ দেবে না, তখন বলে যে তোমার ছবি ভিডিও ইন্টারনেটে ছেড🎃়ে দেবো। টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেবো। আমি গভর্নিং বডির সদস্য; প্রিন্সিপাল আমার ক্লোজ, এটা তো জানোই। বাধ্য হয়ে তিশা সই করে। এটাকে আমি বিয়ে বলব না।”

Link copied!