আসন্ন ঈ🦋দুল আজহা উপলক্ষে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করাꦑ হবে।
বুধবার (১৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে এ ট🌺িকিট বিক্রি। এবার ট্রেনের ঈদযা🔯ত্রার টিকিট দুই শিফটে বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রথম শিফটে সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হলেও পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে দ্বিতীয় শিফটে দুপুর ১২টা থেকে।
এর আগে ৩০ মে এক ব্রিফিংয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন টিকিট বিক্রির সূচি জানিয়েছিলেন। সে অনুযায়ী বুধবার (১৪ জুন) দেওয়া হচ্ছে ২৪ জুনের টিকিট, ১৫ জুন দেয়া হবে ২৫ জুনের টিকিট, ১৬ জুনꩵ দেওয়া হবে ২৬ জুনের টিকিট, ১৭ জুন দেয়া হবে ২৭ জুনের টিকিট এব🐲ং ১৮ জুন দেয়া হবে ২৮ জুনের টিকিট
একইভাবে এ ঈদযাত্রার ট্রেনের ফিরতি অগ্রিম টি𒅌কিট দেয়া হবে ২২ জুন থেকে। প্রথম দিন দেয়া হবে ২ জুলাইয়ের টিকিট, ২৩ জুন দেয়া হবে ৩ জুলাইয়ের টিকিট, ২৪ জুন দেয়া হবে ৪ জুলাইয়ের টিকিট, ২৫ জুন দেয়া হবে ৫ জুলাইয়ের টিকিট, আর ২৬ জুন দেয়া হবে ৬ জুলাইয়ের টিকিট।
রেলের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২৬ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরদিন থেকে পাঁচ দিন চাঁদপুর-চট্টগ্রাম ও ঢাকা-দেওয়ানগঞ্জ পথে তিন জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে।