পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম 🐷বাড়াচ্ছে না বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কম🐲িশন (বিইআরসি)। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিইআরসি অনলাইনে এক সভায় এ কথা জানায়।
এর আগে পাইকারিতে বিদ্যুতের দাম ৬৬ শতাংশ বাড়াতে আবেদন করেছিল পিডি🍌বি। সেই আবেদনে সাড়া দিল না বি๊ইআরসি।
দেশে এক যুগে বিদ্যুতের দাম বেড়েছে ৯ 𝓰বার। এ সময়ে পাইকারি পর্যায়ে ১১৮ শতাংশ ও গ্রাহক পর্যায়ে ৯০ শতাংশ বেড়েছে। সর্বশেষ দাম বাড়ানো হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে, যা ওই বছরের মার্চে কার্যকর হয়।
এ ছাড়া জুনে গড়ে ২৩ শতাংশ বাড়ানো হয় গ্যাসের দাম। ৬ আগস্ট থেকে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে সাড়ে ৪২ থেকে ৫১ শতাংশ। এরপর অবশ্য এক মাসের মাথায় লিটারপ্রতি ৫ টাকা কমানো হয় জ্বালা💃নি তেলের দাম।