• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাণিজ্যমেলায় এক কলমের দাম সাড়ে ৩ হাজার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:৪৭ পিএম
বাণিজ্যমেলায় এক কলমের দাম সাড়ে ৩ হাজার
এক কলমের দাম সাড়ে ৩ হাজার টাকা। ছবি : সংবাদ প্রকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় একটি কলম সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ২ হাজার টাকা দামেরও কলম রয়েছে। এসব কলম নিয়ে ক্রেতা-বিক্রেত🅰াদের মধ্যে মিশ্র🐽 প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেলার পেনটেল প্যাভিলিয়নে এসব কলম বিক্রি হচ্ছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মেলায় দেখা যায়, পেনটেল প্যাভিলয়ন মূলত কলম꧒ বিক্রির প্যাভিলিয়ন। এখানে নানা রকমের কলম পাওয়া যাচ্ছে। ৩০ টাকা থেকে শুরু করে সাড়ে ৩ হাজার টাকা দামের♉ কলম পাওয়া যাচ্ছে।

প্যাভিলিয়নের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মো. রাসেল সংবাদ প্রকাশকে বলেন, “সাড়ে ৩ হাজার টাকার কলম এখন ৩ হাজার টাকায় আমরা বিক্রি🎶 করছি। দাম বেশি হলেও 🐎আমরা ভালো সাড়া পাচ্ছি।”

রাসেল আরও বলেন, “বেশি দামে কলম মূলত করপোরেট লেভেলের মানুষজন কি𒆙নে থাকেন। তারা মোটামুটি কিনছেনও। এছাড়াও কম দামের কলমেরও ব্যাপক চাহিদা আছে।💦”

শুধুমাত্র লেখালেখির জন্য সাড়ে তিন হাজার টাকায় কলম কেনা ট💃াকা লস করা ছাড়া কিছুই নয় বলে জানান প্যাভিলিয়নে কলম কিনতে আসা মো. আমিনুল হক। তিনি বলেন, “লেখালেখির জন্য এত দাম দিয়ে কলম কেনা অসম্ভব। তবে যারা কোটিপতি আছেন তাদের কাছে ৫ হাজার টাকার কলমও কিছুই নয়।”

Link copied!