• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাণিজ্যমেলায় এক কলমের দাম সাড়ে ৩ হাজার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৪, ০২:৪৭ পিএম
বাণিজ্যমেলায় এক কলমের দাম সাড়ে ৩ হাজার
এক কলমের দাম সাড়ে ৩ হাজার টাকা। ছবি : সংবাদ প্রকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় একটি কলম সাড়ে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ২ হাজার টাকা দামেরও কলম রয়েছে। এসব কলম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মেলার পেনটেল প্যাভিল♎িয়নে এসব কলম বিক্রি হচ্ছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মেলায় দেখা যায়, পেনটেল প্যাভিলয়ন মূলত কলম বিক্রির প্যাভিলিয়ন। এখানে নানা রকমের কলম পাওয়া যাচ্ছে। ৩꧂০ টাকা থেকে শুরু করে সাড়ে ৩ হাজার টাকা দামের কলম পাওয়া যাচ্ছে।

প্যাভিলিয়নের দায়িত্বে থাকা ক্যাশিয়ার মো. রাসেল সংবাদ প্রকাশকে বলেন, “🐼সাড়ে ৩ হাজার টাকার কলম এখন ৩ হাজার টাকায় আ🌌মরা বিক্রি করছি। দাম বেশি হলেও আমরা ভালো সাড়া পাচ্ছি।”

🍒রাসেল আরও বলেন, “বেশি দামে কলম মূল♕ত করপোরেট লেভেলের মানুষজন কিনে থাকেন। তারা মোটামুটি কিনছেনও। এছাড়াও কম দামের কলমেরও ব্যাপক চাহিদা আছে।”

শুধুমাত্র লেখালেখির জন্য সাড়ে তিন হাজার টাকায় কলম কেনা টাকা লস করা ছ♋াড়া কিছুই নয় বলে জানান প্যাভিলিয়নে কলম কিনতে আসা মো. আমিনুল হক। তিনি বলেন, “লেখালেখির জন্য এত দাম দিয়ে কলম কেনা অস🌸ম্ভব। তবে যারা কোটিপতি আছেন তাদের কাছে ৫ হাজার টাকার কলমও কিছুই নয়।”

Link copied!