• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোটা আন্দোলনে অর্থনীতিতে যে ক্ষতি হলো


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৪, ০১:৪৮ পিএম
কোটা আন্দোলনে অর্থনীতিতে যে ক্ষতি হলো
সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিটি খাত থেকে ক্ষতির পরিমাণের যে তথ্য দিচ্ছেন, তা ভয়ঙ্কর চিত্র। ছবি : সংগৃহীত

কোটা আন্দোলনকে ঘিরে সারা দেশে কারফিউ, টানা তিন দিন সাধারণ ছুটি, বন্ধ ইন্টারনেট—এই তিনে মিলি🐎য়ে দেশের অর্থনীতিতে বড় ক্ষত তৈরি করেছে। এখনো নিরুপণ করা যায়নি ক্ষতির ক্ষতির পরিমাণ কোথায় গিয়ে ঠেকবে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রতিটি খাত থেক🐠ে যে তথ্য দিচ্ছেন, তা ভয়ঙ্কর চিত্র।

সংশ🔴্লিষ্টরা জানিয়েছেন, গত ছয় দিনে শুধু রপ্তানিমুখী🉐 তৈরি পোশাক, বিমান পরিবহন, স্টিল, সিরামিক, সিমেন্ট ও ই-কমার্স খাতেই প্রায় ১৮ হাজার ৪০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এ সময়ে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৬ হাজার কোটি টাকা।

শুক্রবার (১৮ জুলাই) থেকে সহিংসতা শুরু হলে সেদিন রাতেই বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। এতে ইন্টারনেটনির্ভর সকল অর্থনৈতিক কর্মকাণ্ডই বন্ধ হয়ে যায়♓। সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হলে পরদিন রাত থেকে দেশব্যাপী কারফিউ জারি করে সরকার। ꩲমোতায়েন করা হয় সেনাবাহিনী। একই সঙ্গে টানা তিন দিন সাধারণ ছুটির কবলে পড়ে দেশ। বন্ধ হয়ে যায় সব ধরনের কলকারখানা ও যানবাহন চলাচল।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মাহবুবুল আলম গণমাধ্যমে বলেন, “অর্থনীতি এখন মারাত্মক ক্ষতির মুখে। আমি দুদিন আগেও বলেছি, অর্থনীতি টেকাতে হলে যেকোনো মূল্যে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। এখন আমরা অফলাইনে বা ম্যানুয়ালি হলেও চেষ্টা করছি, যাতে পণ্য খালাসসহ 🍌আমদꦿানি-রপ্তানি কার্যক্রমটা চালিয়ে নেওয়া যায়। এর মধ্যে যদি ব্রডব্যান্ডটা চালু হয়, তাহলে অন্তত কিছু কাজ ব্যাংক-টু-ব্যাংকে হবে। এতেও অর্থনীতি কিছু সচল হবে। এ ব্যাপারে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি পরিস্থিতির উন্নতি হবে।”  

পোশাকশিল্পে ক্ষতি ৯ হাজার ৬০০ কোটি টাকা
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, তাদের প্রতিদিন গড়ে ১ হাজার ৬০০ কোটি টাকার ক্ষতি হচ্ছে। এতে ছয় দিনে এই খাতের ক্ষতির অঙ্ক প্রায় ৯ হাজার ৬০০ কোটি টাকা। বাংলাদেশের রপ𒐪্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাকশিল্প এখন প্রায় বন্ধ। কারখানাগুলো ছুটি দেওয়া হয়েছে। পণ্যবাহী কনটেইনার বন্দরে পড়ে রয়েছে।

বিজিএমইএর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, “প𒈔োশাক খাতের ক্ষতির বিষয়টি এরই মধ্যে আমাদের প্রেসিডেন্🤡ট মহোদয় বলেছেন। আসলে পুরো ক্ষতি তো পোষানো কঠিন। সবচেয়ে বড় কথা হলো, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়।”

ইন্টারনেট না থাকায় বন্ধ ই-কমার্স
এখন মানুষের জীবনযাপনের একটি বড় অ🅰ংশ ই-কমার্সের ওপর নির্ভরশীল। ইন্টারনেট না থাকায় ই-কমার্স বন্ধ রয়েছে। খাতসংশ্লিষ্টরা জানান, ছয় দিনে এই খাতে ক্ষতির পরিমাণ প্রায় ৪২০ কোটি টাকা। ইন্টারনেট না থাকায় পণ্য ডেলিভারি কার্যক্রম যেমন চলছে না, তেমনি ফ্রিল্যান্সিংও প্রায় বন্ধ। দেশে সাড়ে ৬ লাখের মতো ফ্রিল্যান্সার রয়েছেন। তাদের কাজ থমকে আছে🌟। তাদেরই দিনে অন্তত ১৩-১৪ মিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে। আর বিপিও খাতের ক্ষতি আরও বেশি।

জানা গেছে, অন্তত বড় তিনটি বিপিও প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে তাদের হেডকোয়ার্টার অন্যত্র সরিয়ে নেবে। আবার কোনো কোনো বিপিও প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে অফিস সরিয়ে শ্রীলঙ্কা, 🐽ভিয়েতনাম ও ভারতে নিয়ে যাচ্ছে। এটা যদি হতে থাকে, তবে তা আর ফিরে আসার সম্ভাবনা কম। আর্থিক ক্ষতি হিসাব করা গেলেও ইমেজ-সংকট হিসাব করা যাবে না।

আইসিটি ও ই-কমার্স খাতের ক্ষতির বিষয়ে বেসিসের সাবেক প্রেসিডেন্ট ও মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবির বলে𓆏ন, “কোভিডের সময়ও এমন ক্ষতি হয়নি। অর্থনীতির চাকা সচল ছিল। এর মূল কারণ ছিল ইন্টারনে🐲ট নিরবচ্ছিন্ন ছিল। ওই সময় ইন্টারনেট দিয়েই লকডাউনের মধ্যেও ঘরে বসে সব কাজ করেছি। এখন সেটা হচ্ছে না। সুতরাং, যত তাড়াতাড়ি সম্ভব আংশিকভাবে হলেও এ জিনিসটা আমাদের সচল করতে হবে। মোবাইল ইন্টারনেট আসতে দেরি হলেও অন্তত ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করে দিতে হবে। এই খাতে ইমেজ-সংকট তৈরি হচ্ছে।”

স্টিল খাতে ক্ষতি ১২০০ কোটি টাকা
স্টিল খাতও অচলাবস্থার কারণে ক্ষতির মুখে পড়েছে। এই খাতের উদ্যোক্তারা জানান, স্টিল খাতের ꦡদিনে ক্ষতি প্রায় ২০০ কোটি টাকা। ফলে গত ছয় দিনে এই খাতের ক্ষতির অঙꦅ্ক প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। পণ্য বিক্রি ও ডেলিভারিও পুরো বন্ধ।

বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও আরআরএম স্টিলের এমডি সুমন চৌধুরী বলেন, “বন্দরের ক্ষতিপূরণ, ব্যাংকঋণের সুদ, ইউটিলিটি খরচ, বেতন-ভাতাসহ নানান খাতের খরচ🌳 মিলিয়ে প্রতিদিন আমাদের ক্ষতি প্রায় ২০০🙈 কোটি টাকা। বিক্রি ও ডেলিভারি আমাদের একদমই নেই। ঝুঁকি নিয়ে কেউ পণ্য পরিবহনও করছে না, কিন্তু খরচগুলো ঠিকই রয়েছে।”

বিমানে পণ্য ও যাত্রী পরিবহনসেবা ব্যাহত 
ইন্টারনেট-সেবা না থাকায় বিমানে পণ্য ও যাত্রী পরিবহনসেবাও ব্যাহত হচ্ছে। খাতসংশ্লিষ্টরা জানান, কার্গো বিমানে পণ্য পরিবহন কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় এই খাতে দিনে অন্তত ৮০০ ক📖োটি টাকার ক্ষতি হচ্ছে। একই কারণে দেশের প্রায় ৪ হাজার ট্রাভেল এজেন্সি বন্ধ রয়েছে। এতে বিমানের টিকিট কাটা ব্যাহত হচ্ছে বলে কাঙ্ক্ষিত টিকিটও বিক্রি হচ্ছে না। যাত্রীর টিকিট খাতেই ক্ষতি দিনে প্রায় ১০০ কোটি টাকা। ফলে এই খাতে দৈনিক ক্ষতির অঙ্ক ৯০০ কোটি টাকা হলে ছয় দিনে ক্ষতি অ✱ন্তত ৫ হাজার ৪০০ কোটি টাকা।

সিরামিক খাতে প্রতিদিন ক্ষতি ১০০ কোটি টাকা

সিরামিক খাতও এখন বেশ সম্ভাবনাময়। তবে বিদ্যমান পরিস্থিতিতে এই খাতে ক্ষতির রেশ লেগেছে। খাতসংশ্লিষ্টরা জানান, গত ছয় দিনে সিরামিক খাতের ক্ষতি হয়ে💛ছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা। সিমেন্টও অর্থনীতির বড় খাত। এই খাতের উদ্যোক্তারা জানান, খাতটিতে দিনে ক্ষতি হয়েছে অন্ত🅷ত ১০০ কোটি টাকা। ফলে ছয় দিনে এই খাতের ক্ষতি প্রায় ৬০০ কোটি টাকা।

চট্টগ্রামে আমদানি-রপ্তানি বন্ধ
 চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ছয় দিন ধরে সব ধরনের পণ্য হ্যান্ডলিং প্রায় বন্ধ। ইন্টারনেট-সেবা না থাকায় ব্যাংকিং লেনদেনও হচ্ছে না। মঙ্গলবার থেকে সীমিত পরিসরে ম্যানুয়ালি পচনশীল পণ্য খালাস করার উদ্যোগ নেওয়া হলেও এর সুফল তেমন নেই। কারণ, ব্যাংকিং লেনদেন বন্ধ। কাস্টমস কর্ত𓆉ৃপক্ষ নিজস্ব সার্ভার থেকে শুল্কায়ন শুরু করলেও রাজস্বসংক্রান্ত কার্যক্রম করা যাচ্ছে না। ব্যাংকিং সেবা চালু হলে সেটি করা সম্ভব হবে। গতকাল বন্দর থেকে ইয়ার্ডে মাত্র ৬৫ টিইউএস কনটেইনার ইয়ার্ডে পাঠানো হয়েছে। তবে বন্দর থেকে বেসরকারি ডিপোতে গেছে ১ হাজার ১১০টি কনটেইনার। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন ৫ থেকে ৬ হাজার কনটেইনার হ্যান্ডলিং হয়।  

চট্টগ্রাম কাস্টম হাউসের উপক🦂মিশনার মো. মাহফুজুল আলম বলেন, “আমরা মঙ্গলবার (২৩ জুলাই) থেকে নিজস্ব সার্ভারে লেনের মাধ্যমে কাস্টমসের শুল্কায়নসহ কার্যক্রম পরিচালনা করে আসছি।”

চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বলেন, ইন্টারনেট বন্ধ থাকায় সব ধরনের আমদানি-রপ্তানি কা﷽জের একমাত্র সফটওয়্যার এসাইকুডা ওয়ার্ল্ডে প্রবেশ করা যাচ্ছে না। এতে আমদানি পণ্য খালাস এবং রপ্তানি পণ্য জাহাজীকরণ বন্ধ রয়েছে। তবে রোববার (২১ জুলাই) চট্টগ্রাম কাস্ﷺটম হাউস কর্তৃপক্ষ ম্যানুয়ালি শুল্কায়নের চেষ্টা করেও সফল হচ্ছে না। ম্যানুয়ালি শুল্কায়ন করতে নতুন নতুন সমস্যা দেখা দিচ্ছে।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বলেন, চট্টগ্রাম কাস্টম হাউস ম্যানুয়ালি শুল্কায়ওন করে পণ্য খালাসের চেষ্টা করছে কিন্তু কাস্টমসের সঙ্গে অন্যান্য ব্যাংক, শিপিং অফিস এবং পরিবহন বন্ধ থাকায় বন্দর কাস্টমস খোলা থাকলেও পণ্য খালাস করা যাচ্ছে না।

বন্ধ ছিল রাজস্ব আয়
ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা আর ইন্টারনেট সেবা বন্ধ থাকায় সরকারের রাজস্ব আয়ও প্রায় বন্ধ।👍 জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, কাস্টমস, ভ্যাট ও আয়কর মিলে গড়ে দিনে অন্তত এক হাজার কোটি টাকার রাজস্ব আয় হওয়ার কথা। সেটি হচ্ছে না। শুল্ক🦋 বন্দরগুলো এসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়। ইন্টারনেট না থাকলে ওই সফটওয়্যার চলতে পারে না। তাই শুল্কায়ন হচ্ছে না।

সেবা খাতে মানুষের খরচ কমে গেছে, তাই ভ্যাট আদায়ও হচ্ছে না। ফলে রাজস্ব আয় হচ্ছে না। কর অফিস ও ব্যাংকিং সেবা বন্ধ থাকায় আয়করও আদায় হচ্ছে না। এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করꦕার শর্তে বলেন, “আমরা সীমিত পরিসরে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত এনবিআরের আওতাধীন অফিসসমূহ খোলা রাখছি। কয়েক দিনে রাজস্ব আয় হয়নি ঠিকমতো। তবে আশা করছি, পুরোদমে অফিস চালু হলে এ ক্ষতি কাটিয়ে ওঠা যাবে।’

ক্ষতির মুখে পুঁজিবাজার

দেশের পুঁজিবাজা𒁃রও ক্ষতির মুখে। গত সপ্তাহের হিসাব ধরলে, ডিএসইতে দিনে গড়ে লেনদেন হয় ৫৫৫ কোটি ১০ লাখ টাকা। কার্যক্রম বন্ধ থাকায় এ পরিমাণ লেনদেনও হয়নি। এ থেকে সরকার, বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার বিভিন্ন কর, ফি ও সেবামাশুল হিসেবে য෴ে আয় হওয়ার কথা, সেটিও হয়নি।

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!