দ্রব্যমূল্যের দাম বাড়তে বাড়তে দেশের অর্থনীতি মানুষের তলানিতে গিয়ে ঠেকেছে বলে মন্তব্ওয করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে গণ꧃তন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ইকবাল মাহমুদ টুকু বলেন, “সামনে পবিত্র রমজান মাস। এই 🦂রোজায় বাজারের অবস্থা কী হবে? তা বুঝা যা🧸চ্ছে না। বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সরকারে শুধু একটা মনোনিবেশ করেছে কীভাবে বিরোধী মত দমিয়ে রাখা যাবে।”
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে টুকু বলেন, “একজন তন্ত্রের দেশে অনেক কিছু হতে পারে সেটায় হচ্ছে। যত ঘটন অঘটন ঘটে সব একজ🌜নের ইচ্ছায়।”
আন্দোলন নিয়ে টুকু বলেন, “মানুষ এখন সচেতন হয়ে গেছে, মিথ্যার ঝুলি বিশ্বাস করে না। মানুষ এখন রাস্তায় নেমে গেছে। আমাদের এখন সাধা🍨রণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।”
এসময় নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “যে দেশে প্রধাಞনমন্ত💝্রী রাষ্ট্রপতি বানান। কোনো রকম ভোট ছাড়া যে রাষ্ট্রপতি নির্বাচন হয়। সেখানে কী মন্তব্য করা যায়।”