• ঢাকা
  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঘোরাঘুরি, খাওয়া, কথা বলায় বাড়ছে খরচ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৬, ২০২৪, ০২:১৬ পিএম
ঘোরাঘুরি, খাওয়া, কথা বলায় বাড়ছে খরচ

আপনি কি ভ্রমণ করতে ভালোবাসেন? কোনো থ𝔉িম পার্ক আপনার বিশেষ পছন্দ? নানা পদের খাবার খেতে রোমাঞ্চ অনুভব করেন? প্রিয়জনের সঙ্গে কথা বলতে গিয়ে সময় জ্ঞান হারিয়ে ফেলেন? সবগুলো প্রশ্নের উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনাকে এবার সতর্ক হতে হবে। কারণ, এবারের বাজেটে আপনার এসব ভালোলাগার ওপর ভ্যাট বসছে। ফলে আগে যে বাজেট করতেন এখন সেটা বাড়িয়ে ধরতে হবে।

মূলত, এবার বাজেটে অ্যামিউজমেন্ট বা থিমপার্কের ভ্যাট বাড়িয়ে দ্বিগুণ করছে সরকার। ঠান্ডা কোনো জুস, আইসক্রিম, কোমল পানীয় বা বেভারেজে সম্পূরক শুল্ক বাড়🌠ছে পাঁচ শতাংশ। এসির ঠান্ড๊া বাতাস পেতেও গুণতে হবে বেশি পয়সা। কারণ, এসির কাঁচামাল আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক বাড়ানো হচ্ছে।

যারা আপনার ভ্রমণকে নিরাপদ ও আরামদায়ক করে প্রতিনিয়ত সেই ট্যুর অপারেটর সেবার ওপর বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহারের প꧟্রস্তাব করা হতে পারে এবারের বাজেটে। অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্কে মূসক ৭ দশমিক ৫ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে বাড়তে পারে ঘোরাঘুরির খরচ।

এখন বাজেটের এসব দুঃসংবাদ যদি দিতে চান আপনার প্রিয়জনকে, তাহলেও কিন্তু খরচ বেশি করতে হবে। কারণ মোবাইলে কথা বলতে বাড়তি অর্থ গুনতে হবে এবার। প্রস্তাবিত বাজেটে মোবাইল সেবায় পাঁচ শতাংশ সম্পূরক শুল্ক বাড়ানো হচ্ছে। যদি মনে করেন, অপারেটর বাদ দিয়ে ইন্টারনেটের সেবা নেবেন। তাহলে সেখানে♍ও ভালো খবর নেই। কারণ, ইন্টারনেট সেবাতেও খরচ বাড়ছে। এখানেও সম্পূরক শুল্ক বাড়ছে পাঁচ শতাংশ ।

ভাবছেন এসব টেনশন দূরে রেখে রাতে ভালো ঘুম দেবেন, তাহলে সেখানেও কিছু ভাবনার ব্যাপার আছে। বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে নিরাপত্তাসেবায় ভ্যাট ১০ শতাংশ থেকে বাড়൩িয়🧔ে ১৫ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে।

প্রচণ্ড গরমে কিংবা লোডশেডিংয়ে যে জেনারেটর আপনাকে বাড়তি সেবা দিয়ে থাকে সেই জেনারেটর সংযোজন ও উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতেও এক শতাংশ শুল্ক আরোপ করা হচ্ছ﷽ে। তাই জেনারেটরের দামও বেড়ে যাবে।

Link copied!