আসন্ন পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে পো🎃শাকশ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হ𒁏বে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী।
বুধবার (২০ মার্চ) সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পꦐরিষদের ১৭তম সভা শেষে তিনি এ কথা জানান।
নজরুল ইসলাম চৌধুরী বলেন, “আগামী ঈদকে সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। পোশাকমালিকদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়𒆙নি, সেগুলো সমাধানের বিষয়ে আ🍌মরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।”
পোশাকশ্রমিক ও মালিকদের সঙ্গে সভার বিষয় তুলে ধরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলেন, “সভায় উচ্চস্বরে একটা কথাও হয়নি। আমরা সৌহার্দ্য♒পূর্ণ পরিবেশে কথা বলেছি। তিন পক্ষ মিলে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি। আশা করি এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।”
নজরুল ইসলাম চৌধুরী বলেন, “কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোনো ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবে, কখন দিতে পারবে না, সেটা তো আমরা জানি ন👍া। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে।”
নজরুল ইসলাম চৌধুরী আরও বলেন, “ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটꦛা আমাদের কড🅠়া নির্দেশনা।”
চাঁꦅদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে পবিত্র ঈদুল💫 ফিতর উদযাপিত হবে।