• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের কমিটি ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৮:৪৫ পিএম
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের কমিটি ঘোষণা

সমাজতান্তꦓ্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগরের কমিটি ঘোষণা করা হয়েছꦦে।

মঙ্গলবার (২৩ মে) সকালে 🎃ঢাকা বিশ্ব๊বিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে সংগঠনটির চতুর্থ নগর সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অরূপ দাস শ্যামকে সভাপতি ও সায়মা আফরোজকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী সম্মেলনে𝔉র উদ্বোধনী সমাবেশ ঘোষণা করেন𒊎।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি নওশীন মুসতানিন সাথী, সাংগঠিক সম্পাদক পঙ্কজনাথ সুর্য, দপ্তর সম্পাদক শাহিনুর সুমি, অর্থ সম্পাদক জয়মা মুনমুন, প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক নাহিয়ান রেহমান রাহাত, স্কুল বিষয়ক সম্পাদক রবিউল আঊয়াল স্বপন। এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান, সুম♍াইয়া সাইনা, হেমন বর্মন, প্রত্যয়ী প্রিতু ও নাবিন আবতাহি।

Link copied!