অনলাইনভিত্তিক কনজারভেন্স মিডিয়া সংবাদ প্রকাশের বার্তা সম্পাদক প্রয়াত সাংবাদিক ওমর ফারুক শামীমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ প্রকাশের কার্যালয়ে এ স্মরণ সভা অন༒ুষ্ঠিত হয়।
সংবাদ প্রকাশের নির্বাহী প্রধান বিধান রিবেরুর সঞ্চালনায় স্মরণসভা বক্তব্য দেন যুগ্ম বার্তা সম্পাদক প্রণব আচার্য্য, এক্সকিউটিভ প্রোডিউসার রাশেদ হাসান, স্পোর্টস বিভাগের প্রধান তারিক আল বান্না, প্রতিবেদক সফিকুল ইসলাম,ওমর ফারুক শামীমের স্ত্রী শিল্পী আক্তার, মেয়ে ফꦍারজানা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন সংবাদ প্রকাশের জ্যেষ্ঠ সহ-সম্পাদক নূর মামুন, বিনোদন বিভাগের প্রধান মো. বাবুল, সহ-সম্পাদক রাসেল হোসাইন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ সানꦓজিদা শম্পা, রিপোর্টার মির হোসেন, রিপোর্টার বিজন কুমার, ওমর ফারুকের ছেলে সৈকত ইসলাম সাগর প্রমুখ।
প্রধান নির্বাহী বিধান রিবেরু বলেন, “খুবই হাস্যোজ্জ্বল এবং গুণী একজন মানুষ ছিলেন শামীম ভাই। সংবাদ প্রকাশ পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ ছিলেন শামীম ভাই। সংবাদ প্রকাশ সব সময় কর্মীদের আপন করে নিতে চায়, এবং তিনি সেট💮া পেরেছিলেন। তিনি চলে গেছেন এটা মেনে নেওয়া কঠিন। মনে হয় তিনি ছুটিতে আছেন, ফিরে আসবেন। আমরা তার স্মৃতিকে ধারণ করব সর্বদাই।”
যুগ্ম বার্তা সম্পাদক প্রণব আচার্য্য বলেন, “শামীম ভাইয়ের অনেক কাছে থেকে কাজ করার ꧋সুযোগ হয়েছিল আমার। তিনি আমার বয়সে বড় ছিলেন। তবে এক ধরনের বন্ধুত্ব হয়ে গিয়েছিল তার সঙ্গে। তিনি তার ছেলেকে নিয়ে ভাবতেন সর্বদাই। তার চলে যাওয়া আমার কাছে সবচেয়ে🦋 বড় একটি ধাক্কা। তিনি আমাদের স্মৃতিতে থাকবেন।”
প্রয়াত ওমর ফারুক শামীমের স্ত্রী শিল্🎃পী আক্তার বলেন, “তিনি যেসব প্রতিষ্ঠানে কাজ করছেন সবগুলোকেই নিজের পরিবার মনে করতেন। তার গুণের কথা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার আদর্শে ছেলে-মেয়েদের এগিয়ে নিতে চাই। সকলেই দোয়া করবেন।”
পরে প্রয়াত ওমর ফারুক শামℱীমের পরিবারের হাতে তার প্রতিকৃতি তুল✤ে দেন নির্বাহী প্রধান বিধান রিবেরু।
১৯ জানুয়ারি রাত ৯টায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে মস্তিষ্ক🅘ে রক্তক্ষরণে মারা যান সাংবাদিক ওমর ফারুক শামীম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚি স্ত্রী, পুত্র, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।