ঢাকা 🧸বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত মূল আসামি শাকিল আহমেদ রুবেলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে তদের গ্রেপ্তার করা হয়।
এ সময় সময় তাদের ক🃏াছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ১টি ওয়্যারলেস সেট, ২🏅টি পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল ও ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিবির প্র🔴ধান মোহাম্মদ হারুন অর রশ🦹ীদ।
গ্রেপ্তাররা হলেন মূল আসামি মো. শাকিল আহম্মেদ রুবেল (২৮), সহযোগী মো. আকাশ শেখ (২২), দেলোয়ার হোসেন (৫৫)ꦛ ও মো. হাবিবুর রহমান (৩৫)।
হারুন অর রশীদ জানান, পুলিশ পরিচয়ে সারা দেশে দেড় হাজারেরও বেশি ছিনতাই করেছেন শাকিল আহমেদ রুবেল। এ সময় তিনি ধর্ষণ করেছেন অর্ধশতেরও বেশি। দীর্ঘদিন শাকিল এভাবে ছিনতাই করে আসছিল। তিনি যখন ছিনতাই করে তখন পুলি𝔉শের স্টিকারযুক্ত মোটরসাইকেল🍎 ব্যবহার করেন। সঙ্গে থাকে পিস্তল ও ওয়্যারলেস সেট। ছিনতাইয়ে তার মূল টার্গেট টিনএজার নারী।
ডিবির প্রধান আরও বলেন, শকিলের ঢাকাতে কোনো নিজস্ব বাসা নেই। একেকদিন একেক হোটেলে তিনি থাকেন। তার নেশা আর পেশা হচ্ছে ছিনতাই ও অশালীন আচরণ করা। একদিকে শাকিল মোটরসাইকেল ছিনতাই করেন, অন্যদিকে ছিনতাইকৃত মোটরসাইকেল দিয়ে নিজে ছিনতাই করেন। এর আগেও একা🐼ধিকবার জেল খেটেছেন এবং তার বিরুদ্ধে ৬টি দস্যুতার মামলা রয়েছে।
ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অপহরণ, ছিনতাই ও নিপীড়নের ঘটনা স্বীকার করেছেন। তারা সারা দেশে এ পর্যন্ত প্রায় দেড় হাজারের অধিক ছ🐟িনতাই করেছেন। তাদের নামে সারা দেশে একাধিক দস্যুতার মামলা আছে। গ্রেপ্🔴তারদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।