রাজধানীর হাতিরঝিল এলাকায় বাসের ধা꧂ক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মেহেদী হাসান (১৭) নামের এক দশম শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) বেলা 💜১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেহেদী শরীয়তপুর♔ের নড়িয়া উপজেলার আবুল কাশেমের ছেলে। রামপুরা এলাকায় মা–বাবার সঙ্গে থাকতেন মেহেদী।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআ𝄹ই) সুজন দেব বিষয়টি নিশ্চিত করেছেন।
সুজন দেব বলেন, “বেলা ১১টার দিকে হাতিরঝি♍ল থ🅷ানাধীন রামপুরার টিভি সেন্টারের বিপরীতে যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে
মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মে🌞হেদী গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধꦏার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক বলে জানান তিনি।