বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে রিপোর্টার্স 🐲উইদাউট বর্ডাꦚর্সের (আরএসএফ) প্রতিবেদন অসম্পূর্ণ, অপর্যাপ্ত এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।
সোমবার (১৯ ফেব্রু🐬য়ারি) আরএসএফের সাম্প্রতিক প্রতিবেদন ও ‘র্যাংকিং’ নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্🌃য করেন।
আরএসএফের প্রতিবেদনটির পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন,🌱 “আগামী প্রতিবেদনে তাদের (আরএসএফ) ভুল তথ্য সংশোধন করে বাস্তবতার প্রতিফলন ঘটবে।”
তথ্য প্রতিমন্ত্রী বলে♏ন, “গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কিছু চ্যালে🀅ঞ্জ আছে। তবে উন্নত দেশের পর্যায়ে না পৌঁছালেও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান অনেক ভালো।”
বর্তমান সরকারের বিভিন🐬্ন উন্নয়নের কথা তুলে ধরে মোহাম্মদ আলী আরাফাত বলেন, “সাংবাদিকদের কল্যাণে ও গণমাধ্যমের বিকাশে সরকার যে ধারাবাহিক ভূমিকা রেখে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তার অবমূল্যায়ন করা হয়েছে।”