বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মিথ্যাচারকে জঘন্য, কুৎসিত, নারকীয় ও বীভৎস বলে মন্তব্য করে♈ছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, “রেলে আগুন দিয়ে যেভাবে চারজনকে পুড়িয়ে হত্যা করেছে, সেই সন্ত্রাসের চেয়েও নারকীয়, বীভৎস হচ্ছে রিজভী সাহেবদের মিথ্যাচার।”
বৃহস্পতি🌌বার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবജিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভীর সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, “রিজভী সাহেব সম্পর্কে আমি এই শব্দ♓গুলো ব্যবহার করতে চাই না। কিন্তু তার যে বক্তব্য সেটির পরিপ্রেক্ষিতে আমি বলতে বাধ্য হচ্ছি, নরকের কীটের চেয়েও জঘন্য হয়ে দাঁড়িয়েছে তার মিথ্যাচার।”
গাড়িতে আগুন লাগানোর ঘটনায় আওয়ামী✱ লীগ জড়িত, বিএনপির এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, “আপনারা জানেন, গত ২৮ অক্টোবর থেকে কীভাবে বিএনপি নতুনভাবে দেশে আগুন-সন্ত্রাস শুরু করেছে। এগুলো মধ্যযুগীয় বর🍒্বরতাকেও হার মানিয়েছে। এর আগে ২০১৩-১৪-১৫ সালে গাড়িতে আগুন দিয়ে বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এ পর্যায়েও গাড়িতে আগুন দিয়ে বেশ কয়েকজনকে হত্যা করেছে।”
হাছা🍎ন মাহমুদ বলেন, “সর্বশেষ গত পরশু (১৯ ডিসেম্বর) যে নারকীয়ভাবে তারা চলন্ত ট্রেনে আগুন দিয়েছেন, সেই আগুনে চারজন মানুষ মারা গেছেন। তাদের মধ্যে একজন মা তার সন্তানসহ মৃত্যুবরণ করেছেন। রাজনীতির নামে এ ধরনের নারকীয় হত্যাকাণ্ড আমরা চিন্তাও করতে পারি না।”
তথ্যমন্ত্রী বলেন, “২০১৩-১৪-১৫ সালে তারা যেভাবে তাণ্ডব চালিয়েছিল, এখনও একই কায়দায় সেটি তারা শুরু করেছে। এটি দিবালোকের মতো স্পষ্ট। সরকার সবসময় দেশের শান্তি-স্থিতি ব🙈জায় রাখতে চায়। সরকার এ ধরনের কর্মকাণ্ডকে সব সময় প্রতিহত করতে চায়।”
নির্বাচন সুষ্ঠু না হলে এর দায় সরকারের ওপর পড়বে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, “সরকারꦺ নির্বাচন কমিশনকে সহায়তা করছে। এখন মাঠ প্রশাসন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সমস্ত প্রশাসন এখন নির্বাচন কমিশনের হাতে। নির্বাচন আয়োজক সংস্থা হচ্ছে নির্বাচন কমিশন, সুতরাং ভোট সুষ্ঠু ও সুন্দর করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোট বর্জন করে বিএনপি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে।”