রাজধানীর শাহবাগ থানার স♛োহরাওয়ার্দী উদ্যান থেকে এক তরুণীর (২০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলি🌜শ।
শুক্রবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে বারো🐲টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এস আই) ইকবাল হোসেন বলেন, “আমরা সকালে খবর পেয়ে ঘট🐷নাস্থলে যাই। সেখানে গলায় ওড়না ꦛপেচানো অবস্থায় আম গাছের সঙ্গে তরুনীর লাশ ঝুলতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ইকবাল হোসেন আღরও বলেন, “আমরা প্রযুক্তি সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা করে💖ছি। কিন্তু এখনো পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”