রাজধানীতে বাসা ভাড়া নেও🌃য়ার কথা বলে বাড়ির মালিককে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায়🤪 ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. রফিক, লিপি, কুলসুম ও রিনা।
শনিবার (৩ জুন তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (🅰২ জুন) রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সবুজবাগ জোনের সহকারী পুಞলিশ কমিশনার শোভন চন্দ্র হোড় বিষয়টি নিশ্চিত করেছেন।
শোভন চন্দ্র জানান, টু-লেট বিজ্ঞাপন দেখে বাসা দেখার অজুহাতে মানুষের বাড়িতে যায় চক্রের সদস্যরা। যদি বাসার নারীদের গায়ে অলংকার থাকে এবং সহজ-সরল মনে হয়, তাহলে তাদের টার্গেট করা হয়। পরে বাড়িতে প্রবেশ করে মালিককে কৌশলে নেশাজ✃াতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে স্বর্ণালংকার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় তারা।
তিনি আরও জানান, গত ১০ মে এই পদ্ধতিতে অতিরিক্ত নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর কারণে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার ষাটোর্ধ্ব এক নারী মারা যান। ঘটনায় পরদিন সবুজবাগ থানায় হত্যা মামলা হয়। মামলা তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় ঘটনা সম্পর্কে জানা যায় ও পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তার করা হ♔য়।