এবারও ২৪ ঘণ্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য পরিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের 🔥(ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার (১২ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ🌄 পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আ🦩লাপকালে তিনি এ কথা বলেন।
মেয়র তাপস ব💝লেন, “এই ঈদের আমাদের একটি বড় কার্যক্রম থাকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ। আমরা ঈদের দিন দুপুর ২টা থেকে সেই কার্যক্রম শুরু করব। আমরা আশাবাদী গত বছরের মতো এবারও ২৪ ঘণ্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করতে সক্ষম হবো এবং ঢাকাকে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী আমরা সব𝔉ার জন্য উপহার দিতে পারব।”
ঢাকা দক্ষিণের মেয়র আরও বলেন, “হাটের বর্জ্য, কোরবান✃ির বর্জ্য, নিয়মিত বর্জ্য সব কিছুই আমাদের পরিষ্কার করতে হয়। আগের রাত থেকে আমাদের প্রায় ৭২ ঘণ্টা একটানা কার্যক্ꦉরম চলে, কেউ বিশ্রাম নিতে পারে না।”
এ সময় ꦰতাপস দুই দিনের মধ্যে (ঈদের দিন ও ঈদের পরের দিন) দক্ষিণ সিটির বাসিন্দাদের কꩲোরবানি সম্পন্ন করার অনুরোধ জানান।