বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএജসসি) নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (১৫ অক্টোবর��) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্ജজে তারা শপথ নেবেন।
নবনিযুক্ত চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মোবাশ্বের🐟 মোনেম। এ ছাড়া সদস্যরা হলেন ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সꦡুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার।
পিএসসির জনসংযোগ কর্মক🎃র্তা🌠 এসএম মতিউর রহমান জানান, দুপুর ১২টায় তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
৫ আগস্টে ক্ষমতার পট প𝕴রিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে ধারাবাহিদ রদবদলের মধ্যে ৮ অক্টো🅺বর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।
পরদিন ঢ🐬াকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয়♏ অন্তর্বর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয় সরকার।
সাংবিধানিক এ প্রতিষ্ঠানে দায়িত্ব নেওয়ার তারিখ থেকে ৫ বছর বা🦋 বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন তারা।
১৯৭৭ সালে জারিকৃত রাষ্ট꧟্রপতির এক অধ্যাদেশে চেয়ারম্যানসহ এ সংখ্যা সর্বোচ্চ পনেরো (ন্যূনতম ছয়) নির্ধারণ করা হয়েছে।
সবশেষ পিএসসিতে একজন চেয়ারম্যান ও ১৪🦋 জন 🌱সদস্য ছিলেন।
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী, একজন সভাপতি এব♕ং অন্যূন ৬ জন ও অনধিক ২০ জন সদস্য সমন্বয়ে কমিশন গঠিত হওয়ার সুযোগ রয়েছে।