বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্য🎶বসায়ীদের ঘুরে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যাপ্ত অনুদান দেবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূ🌃র তাপস।
বুধবার (৫ এপ্রিল) সকালে নগরীর খিলগাঁও এলাকায় গোড়ꦜান খেলার মাঠের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
মেয়র তাপস বলেন, “কোনো দুর্যোগ হলে প্রথম কাজ হলো উদ্ধার তৎপরতা। সেটি গতকাল সম্পন্ন হয়েছে। এখন আমরা মানবিক দিকগুলো বিবেচনা করে পরিপূর্ণভাবে ক্𝓰ষুদ্র ব্যবসায়ীদের এবং বিনিয়োগকারীদের পাশে থাকব। আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আজ সকালে কথা হয়েছে। উনি বলেছেন, আমরা তালিকা করে ক্ষতির পꦉরিমাণ নিরূপণ করার পরেই সব ক্ষুদ্র বিনিয়োগকারীদের পর্যাপ্ত অনুদান দেবেন।”
বঙ্গবাজারে বহুতল ভবন নির্মাণের কথা থাকলেও মামলার কারণে তা করা যায়নি উল্লেখ করে মেয়র বলেন, “সেখানে আমাদের বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা ছিল। মামলার কারণে সেটা বাস্তবায়ন হয়নি। ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখন♌ বিপর্যয়ের মধ্যে আছে। কিছুদিন সময় দিতে হবে। তারা য🍃াতে সেখানে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনা করতে পারে, সে জন্য আমরা নতুন একটি পরিকল্পনা নিয়ে তাদের সঙ্গে বসব। সেটা নিশ্চিত করার পরেই আমরা ভবন নির্মাণের পরিকল্পনা করব।”
পূর্বেকার পরিকল্পনা অনুযায়ী বঙ্গবাজারে নতুন করে পাইকারি মার্কেটই নির্মাণ করা হবে উল্লেখ করে মেয়র তাপস বলেন, “আমরা তাদের নিয়ে বসব। তারা কীভাবে চায় (তা জানব)। প্রধানমন্ত্রীকেও আমরা ভবনের নকশাটি দেখাব। আমরা এটাকে পাইকারি 🦩মার্কেট হিসেবেই তৈরি করব এবং যারা প্রকৃত ক্ষতিগ♔্রস্ত, নতুন ভবনে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।”