মাওলা💛না সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে সড়কে অবস্থান নেন তারা।
আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত🍨 বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি 🔜দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসারীরা।
কিন্তু মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবন🐎♓ের উদ্দেশে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
সাদপন্থীরা বলেন, ষড়যন্ত্র ও বৈষম্য🥃মূলকভাবে তাদের মুরব্বিকে আসতে দিচ্ছে না একটি পক্ষ। এবার সেই অবস্থার 𒆙পরিবর্তন চান তারা। এ জন্য মওলানা সাদকে ভিসা দেওয়ার দাবি জানান তারা।
জানা গেছে, আন্দোলনকারী আলেমা-ওলামা🍎দের পক্ষে একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। ইতিমধ্যে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা।
উল্লেখ্য, মাওলানা ইলিয়াছ (রহ.)-এর ছেলে মাওলানা হারুন (রহ.)। তারই ছেলে হলেন মাওলানা সাদ কান্ধলভী। দিল্লির নিজামুদ্দিন মারকাজের বর্তমান মুরব্বি সাদ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কুরআন, হাদিস, ইসলাম, নব𝔍ী-রাসুল ও নবুয়ত এবং মাসআলা-মাসায়েল নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।
তিনি তার ꦬএসব আপত্তিকর মন্তব্যের জন্য দেওবন্দসহ বিশ্ব আলেমদের কাছে বিতর্কিত হয়েছেন। এসব বিষয়ে নিয়ে বর্তমানে দুই দলে বিভক্ত তবলিগ জামাত।