রাজধানীর সদরঘাট 🎃এলাকা থেকে প্রায় শতাধিক লোককে আটক করেছে কোতোয়াඣলি থানা-পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কড়া তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সরেজমিনে দেখা যায়, বরিশাল, চাঁদপুরসহ সব রুট থেকেই লঞ্ಞচ চলাচল স্বাভাবিক রয়েছে।♍ লঞ্চে আসা যাত্রীদের ব্যাগ ও মোবাইল চেক করে দেখছে পুলিশ।
𓄧নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট থানার একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ভোর থেকে বিএনপি-জামায়াতের কর্মী সন্দেহে সদরঘাট এলাকা থেকে শতাধিক লোককে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ৮০-৯০ সদরঘাট টার্মিনাল এলাকা থেকে ও ২০ জনকে বাবুবাজার ব্রিজ থেকে আটক করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মেহেদী হাসান গণমাধ্যমকে বলেন, “আটকের সংখ্যাটা এখনই বলতে পারছি না। আমরা নিরাপত্তার স্বার্থে সদরঘাট টার্মিনাল𓆉 ও বাবুবাজারে ব্রিজে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছি। যাদের আটক করা হয়েছে, তাদের যাচাই-বাছাই শেষে আদালতে পাঠানো হবে। আদালতে পাঠানোর পর সংখ্যাটা জানাতে প⛦ারব।”