কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন প্রধানমন্ত্রী। শাফিন আহমেদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি𓂃ও গভীর সমবেদনা জানান তিনি।
বৃহস্পতিꦛবার✃ (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রে একটি হাসপাতালে মারা যান শাফিন আহমেদ।
জানা গেಞছে, শাফিন আহমেদের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। গত তিনদিন ধরে ছিলেন লাইফ সাপোর্টে। বাংলাদেশ সময় আজ সকাল সাড়ღে ৬টা নাগাদ তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।
এর আগে গত ২০ জুলাই শাফিনের একটা কনসার♋্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।𒆙 এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার।
শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘আর কতকাল’, ‘পাহাড়ি মেয়ে’, ‘জ্বালা জ্বালা’, ‘ফিরিয🐽়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘𒊎আজ জন্মদিন তোমার’ প্রভৃতি।