তিন দিন বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) থেকে নির্দিষ্ট সময়সূচি🦩তে মেট্রোরেল চলা🃏চল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত ক🦄রেছেন।
জানা গ🥂েছে, উত্তরা উত্তর-আগারগাঁও অংশের সঙ্গে আগা⛄রগাঁও-মতিঝিল অংশ সংযুক্ত করে পুরো সিস্টেমকে এক করে দেওয়ার জন্য তিন দিন (১৩ থেকে ১৫ অক্টোবর) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ১৬ অক্টোবর থেকে আগের সময়সূচি অনুযায়ী উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের মেট্রোরেল নিয়মিত চলাচল করছে।
বর্তমানে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলছে মেট্রোরেল। ২৯ অক্টোবর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাস෴িনা।
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রুটের মো🍷ট দৈর্ঘ্য ২১ কিলোমিটার। মতিঝিল𝐆 থেকে কমলাপুর পর্যন্ত দৈর্ঘ্য ১ দশমিক ১৬ কিলোমিটার রুট বৃদ্ধি করা হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ২০২৪ সালের জুন পর্যন্ত সময় লাগবে।