পয়লা বৈশাখের পর সব ভূমি কর অনলাইনে পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান 🤡চৌধুরী। ম্যানুয়ালি ভূমি কর পরিশোধের আর কোনো সুযোগ থাকছে না বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রি♊পোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সংলাপ🍷ে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন,🎶 “ডিজিটাল সার্ভের কাজ চলমান রয়েছে। এটি সম্পূর্ণ হলে ভূমির মালিকদের ল্যান্ড ওনারশিপ কার্ড দেওয়া হব🌊ে। একজন ব্যক্তি কতটুকু জমির মালিক, কার্ডে তার সব তথ্য লিপিবদ্ধ থাকবে। কেউ অতিরিক্ত জমি কিনলে বা বিক্রি করলে তার তথ্য কার্ডে থাকবে।”
মাঠপর্যায়ে ভূমি সেবায় কিছুটা জটিলতা আছে জানিয়ে ভূমিমন্ত্রী বলেন, “সেগুলি সমাধানের চেষ্টা করা হচ্ছে।🍰”
ভূমি মন্ত্রণালয় যাব🔜তীয় কাজ সমাধান করলেও সাব রেজিস্টেশনের কাজ করছে আইন মন্ত্রণালয় এ প্রসঙ্গে সাইফুজ্জামান চৌধুরী ব𝔍লেন, “এ বিষয়ে সব পক্ষের মাধ্যমে কীভাবে বিষয়টা সহজ করা যায় সে আলোচনা চলছে।”
সংলাপে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হক।