আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের๊ সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, “নিষিদ্ধ জামায়াত-শিবিরকে জিয়াউর রহমান রাজনীতিতে পুনর্বাসিত করেছে এবং 🔜রাজনীতি করার সুযোগ দিয়েছে। জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এর আগে দুইবার নিষিদ্ধ হয়েছিল। স্বাধীনতার আগে পাকিস্তান সরকার তাদের নিষিদ্ধ করেছিল। এখন বাংলাদেশকে রক্ষা করার জন্য তাদের নিষিদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
বুধবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা-৮ আসনের অন্তর্গত এলাকায় ১৫ আগস্ট উপলক্ষ্যে দোয়া, মিলাদ মাহফিল ও সমন্বিত কার্যক্রম নিয়ে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ওয়ার্ড ও থানার আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ৯টি ওয়ার্ড 🤪কাউন্সিলর ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে একཧ সমন্বয় বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, “জামায়াত-শিবিরের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য প্রয়োজন༺ে আরেকটি মুক্তিযুদ্ধ আমাদের করা লাগতে পারে। এরা আমাদের কাউকে বাঁচতে দেবে না। এরা আমাদের শিক্ষিত মা-বোনদের তালেবানি কায়দায় ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখতে চায়। নারী-পুরুষ সবার মর্যাদা রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”
আওয়ামী লীগের এই নেতা বলেন, “আমরা আর কিছু হারাতে চাই না। আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কোমলমতিꦐ শিক্ষার্থীদের ভুল 🎉বুঝিয়ে বিএনপি-জামায়াত-শিবির নানা কর্মকাণ্ড করেছে। আমাদের শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সব ভুল ভ্রান্তি দূর করতে হবে।”
নাছিম বলেন, “🌳জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা মানবতার মা। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে জ𒊎নপ্রিয় নেতা। মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে একটি গোষ্ঠী অপপ্রচার করে দাগ লাগানোর চেষ্টা করেছে। এ বিষয়টি আমাদের দূর করতে হবে। যাদের কারণে এতগুলো জীবনহানি হয়েছে, তাদের আমাদের চিহ্নিত করতে হবে।”
নাছিম আরও বলেন, “আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কখনোই কোনো ষড়যন্ত্র 🐓করে না। সন্ত্রাসীদের নেতা তারেক রহমান, জামায়াতꦡ-শিবির জঙ্গিগোষ্ঠীর নির্দেশে একটি গোষ্ঠী দেশে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। আমাদের আগামীতে আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।”