আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ভ্রমণ ভিসা স্থগিত রেখেছে ভারত। এই প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির 🔴হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (২০ অক্টোবꦕর) বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি 𝓀এ তথ্য জানান।
ভিসা স্থগিত রাখার কারণ জানিয়ে প্রণয় ভা♏র্মা বলেন, “লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। তবে চিকিৎসা ও শিক্ষা কাজে জরুরি ভিসা সী𝔍মিতভাবে চালু রয়েছে।”
পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্🅠দিন বলেন, “পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদꦆার ও স্বাভাবিক করতে কাজ করছে দুই দেশ।”
বৈঠকে 🌠শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়নি বলে জানা গেছে।