রাজধানীর বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের লিচু। বিভিন্ন অঞ্চল ﷽থেকে আগত এসব লিচু আকার-আকৃতি ভেদে শ’প্রতি ২৫০ থেকে ৩৫০ টা♋কায় বিক্রি হচ্ছে।
বুধবার (১💛৭ মে) রাজধানীর তেজগাঁও ও কারওয়ান বাজার ঘ🥀ুরে এমন চিত্র দেখা যায়।
কারওয়ান বাজারে লিচু কিনতে আসা এক ক্রেতা বলেন, “লিচু তো একটু ছোট, যেহেতু লিচু সময়ের একটু💝 আগেই চলে আসছে, তাই অপরিপক্ব লিচু বেশি। বিচি বড় বড় কিন্তু আশ কম। খুব বেশি মিষ্টি হবে না। আগের তুলনায় দামটা একটু বেশি।”
ব্যবসায়ীরা ব🐼লছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় এবং বৃষ্টি কম হওয়ায় লিচু আকারে༒ খুব একটা বড় হচ্ছে না। তবে বাজারে লিচু থাকলেও ভালো সারা পাওয়া যাচ্ছে না।
এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তিনি প্রায় ৯ বছর ধরে লিচুর ব্যবসা করছেন কারওয়ান বাজারে। তার কাছে থাকা লিছু ৩০০ থেকে ৩২০ টাকায় ♛শ’ বিক্রি করছেন। তিনি বলেন, “এখনো তো পুরোপুরি লিচু আসে নাই, এইটা আঁটি লিচু তাই আগে চলে এসেছে।” বিক্রি কেমন হচ্ছে জানতে চাইলে এই বিক্রেতা বলেন, “বাজার এখনো জমজমাট হয় নাই। আরও পরে লিচু ভালো বিক্রি হবে।”
বৃষ্টি কম হওয়ায় লিচুর ফলন ভালো হয় ܫনা দাবি করে আরেক ব্যবসায়ী বলেন, “বৃষ্টি না হওয়ায় লিচু ছোট আবার পূর্বের তুলনায় দামও একটু বেশি। তাই ভালো বিক্রি হচ্ছে না। সব জাতের লিচু বাজারে আসা শুরু করলে ভালো ব্যবসা হবে।”
গত কয়েকদিন থেকে বাজারে লিচু আসতে শুরু করেছে। লিচুর দাম বেশি আবার ক্রেতার চাহিদাও কম। ভালো জাতের লিচু বাজারে এলে দামও কমে 🐻আসবে বলে আশাবাদী 🍌ক্রেতা-বিক্রেতারা।