রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাতক ও মায়ের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই চিকিৎসকের মুক্তির দাবি ও আরেক চিকিৎসককে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনার নিন্দা জানি💎য়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদ𒈔েশ (ওজিএসবি)।
রোববার (৯ জুলাই) ওজিএসবির ব্যানারে রাজধানীর কেন্দ্রী🐈য় শহীদ মিনারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।
ওজিএসবির সেক্রেটারি অধ্যাপক ডা. সালমা রৌফ বলেন, “কোনো মৃত্যুই কারও কাম্য নয়, কিন্তু জটিলতা এড়ানো যায় না। পৃথিবীর কোথাও এমন জটিলতার জন্য ফৌজদারি মামলাဣ হয় না। বিনা বিচারে গ্রেপ্তার চিকিৎসকদের জামিন না হওয়া দুষ্ট লোকদের সুযোগ করে দেওয়ার শামিল। তাই চিকিৎসকদের জামিন ও মামলা প্রত্যাহার করা হোক।”
তিনি আরও বলেন, “জটিল রোগীর চিকিৎসা 🍬করতে গিয়ে যদি চিকিৎসকরা হামলা-মামলার শিকার হয়, তাহলে চিকিৎসকরা আর জটিল রোগীর চিকিৎসা করতে সাহস পাবেন না। এতে রোগী মৃত্যুর হার বেড়ে যাবে।”
সংগঠনটির সিনির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী বলেন, “প্রসব বেদনায় কাতর জটিল রোগীর চিকিৎসা দিতে গিয়ে আমাদের ডাক্তাররা আজ জেলে।𝓀 পৃথিবীর কোথাও এমন নজির নেই।”
এ সময় অধ্যাপক ডা. নূর হোসেন ভূঁইয়া বলেন, “যখন কোন💦ো রোগীর ইমার্জেন্সি ক্রাইসিস হয়, আমরা ডাক্তাররা তাদের সুস্থ করার দায়িত্ব পালন করি। যদি ডাক্তারের কাছে সংকটাপন্ন কোনো রোগী যদি আসে, চিকিৎসক চিকিৎসা দিতে ভয় পাবে। কারও কোনো অবহেলায় মৃত্যু হোক, সেটি আমরা চাই না।”
অধ্যাপক ডা. নাজমুন বেগম চৌধুরী নামের আরেক চিকিৎসক বলেন, “বিনা বিচারে চিকিৎসককে এভাবে জেলে বন্দি করে রাখা কোনোভাবেই কাম্য না। ডা. মিলি কিন্তু একটা 🔥রোগীকে হেল্প করতে গিয়ে এমন বিপদে পড়লেন। এখন অনেক ডাক্তার রোগীকে চিকিৎসা দিতে আতঙ্কের মধ্যে পড়বেন। তাই আ💦মাদের দাবি মিলির আগাম জামিন এবং যে দুজনকে আটকে রাখা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দেওয়া হোক।