ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার কথিত বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রুফি ওরফে উরফি জিয়াকে আটক ক💜রেছে র্যাব।
শুক্রবার (৩ নভেম্বর) সকালে জিয়াউদ🧸্দিনকে আটক করা হয় বলে র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো জয়। এ বিষয়ে বিক👍েলে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ফ্যানের হ্যাঙ্গারে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় হিমুকে। সেখান থেকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্꧙তব্যরত চিকিৎসকা মৃত ঘোষণা করেন।
অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম গতকাল বল⛦েন, “শুনেছি, একজন যুবক হিমুকে হাসপাত🍬ালে নিয়ে যায়। এরপর সেই যুবক তার মোবাইলসহ পালিয়ে গেছেন।”
২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের 🐈মাধ্যমে হুমায়রা হিমু’র অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তার অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।