শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে পৌঁছাবে বাংলাদেশের ইলিশ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত (ꦅএ পাড়ে বাংলাদেশের বেনাপোল) দিয়ে কলকাতা, হাওড়াসহ চারটি বাজারে পৌঁছাবে ইলিশের প্রথম চালান। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে এ মাছ পাওয়া যাবে খুচরা বাজারে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে দ𝓡ুটি রপ্তানি কারকের তিনটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ বেনাপোল বন্দর এলাকায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বুধবার ইলিশ রপ্তানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়। আগামী꧙ ১২ অক্টোবর পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবেন বাংলাদেশের রপ্তানিকারকরা।
অন্যদিকে, পশ্চিমবঙ্গ ফিস ইমপোর🍎্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ তাদেরকে ইলিশ আমদানির তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সমস্ত প্রস্তুতি শেষ করে বৃহস্পতিবার সকালে বাংলাদেশ থেকে ইলিশভর্তি ট্রাক রওনা দেবে পেট্রাপোল সীমান্তের দিকে। সন্ধ্যায় ইলি🎀শ কলকাতায় পৌঁছে যাওয়ার কথা।
প্রাথমিকভাবে হাওড়া, পাতিপুকুর, শিয়ালদ🌺হ ও শিলিগুড়ির বাজারে পদ্মার ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে রাজ্যের প্রায় সব মাছের পাইকারি বাজারে বিক্রি হবে ‘প্রতীক্ষিত’ ইলিশ।