দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দ꧟িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তবে সর্বনিম্ন কি দামে রপ্তানি হবে তা জানানো হয়নি।
গত বছর প🐻্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ছিল ১০ ডলা🍬র বা ১ হাজার ১০০ টাকা। গত বছর প্রায় ৪ হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলেও ভারতে যায় ৮০২ টন।
দেশের বাজারে সরবরাহ বাড়াতে ২০১৫ সালের জাতীয় রপ্তানি নীতিতে ইলিশকে শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য বলা হয়। পরের দুই রপ্ত🧸ানি নীতিতেও তা বহাল থাকে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, ২০২০𒈔-২১ অর্থবছরে প্রায় ১ হাজার ৭০০ টন ইলিশ রপ্তানিতে আয় হয় ১ কোটি ৬৪ লাখ ডলার। আকার ভেদে প্রতি কেজ🎃ি মাছ ১০, ৬ ও ৮ ডলারে রপ্তানি হয়।
পরের দুই বছর ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টন ইলিশ 🌃রপ্তানি হয়। প্রতিকেজির দাম ছিল ১০ ডলারের মধ্যে।