• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জিম্মি এমভি আবদুল্লাহ এখন সোমালিয়ার উপকূলে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৪, ০২:১৯ পিএম
জিম্মি এমভি আবদুল্লাহ এখন সোমালিয়ার উপকূলে

জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালি💟য়ার উপকূলের কাছে নিয়ে গেছে দস্যুরা। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১টার দিকে জাহাজটি গ্যারাকাদ নোঙর এলাকা থেকে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে। লন্ডন ﷽ও কুয়ালালামপুরভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্ট🐬ারন্যাশনাল মেরিটাইম ব্যুরো (আইএমবি) থেকে টএ তথ্য সংগ্রহ করেছে তারা।

সংস্থাটির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জানান, জাহাজটি গ্যারাকাদ থেকে দুই ঘণ্টার দূরত্বে ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করে রাখা হয়ে💫ছে। এখন পর্যন্ত দস্যুদের কেউ ম𒀰ালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেনি।

সমুদ্রগামী জাহাজের অবস্থান পর্যবেক্ষণকারী ‘শিপফিক্স’–এর ওয়েবসাইটে দেখা যায়, জাহাজটি সাড়ে ১০ নটিক্যাল মাইল গতিতে ꦦচলেছে। সোমালিয়ার উপক🐬ূলের কাছে অবস্থান করছে জাহাজটি।

‘এমভি আবদুল্লাহ’ চট্টগ্রামের কবির গ্রুপের মা𓆉লিকানাধীন। গ্রুপটির সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেড এই জাহাজ পরিচালনা করছিল। জাহাজে থাকা ২৩ জন বাংলাদেশি নাবিক এখন জলদস্যুদের হাত🙈ে জিম্মি।

মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুরা বাণিজ্য জাহাজ এম💝ভি আবদুল্লাহর নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল।

Link copied!