• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডেমরায় গণপিটুনিতে সাঈদ বাহিনীর প্রধান নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৮:৩২ এএম
ডেমরায় গণপিটুনিতে সাঈদ বাহিনীর প্রধান নিহত

রাজধানীর ডেমরায় গণপিটুনিতে সাঈদ বাহিনীর প্রধান মো. সাঈদ (৩২) নিহত হ✱য়েছেন বলে খবর পাওয়া গেছℱে। 

শুক্রবার (৯ আগস্ট) রাতে বাহির ট্যাংরা ওরিয়েন্টাল স্ক🦩ুলের দক্ষিণ পাশে তার লাশ পড়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, শুক্রবার বিক্ষুব্ধ জনতা ও সাঈদ বাহিনীর নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপা♎ল্টি ধাཧওয়ার ঘটনা ঘটে। এ সময় সাঈদ বাহিনীর সন্ত্রাসীরা ওই এলাকার দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর করে। এ ঘটনা খবর পেয়ে সেনাবাহিনীর তিনটি গাড়ি ওরিয়েন্টাল স্কুল সংলগ্ন এলাকায় এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে খবর পেয়ে শুক্রবার রা🐻তেই সাঈদের পরিবারের♊ লোকজন ও কিছু এলাকাবাসী সাঈদের নিথর দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

নিহত সাঈদ বাহির ট্যাংরা এলাকার মৃত সেকান্দার আলীর ছে꧟লে। তার নামে ডেমরা থানাসহ রাজধানীর বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে। এদিকে গত ৩ এপ্রিল ট্যাংরা শফুরউদ্দিন মার্কেট সংলগ্নে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেপ্তার হয় সাঈদ। পরের দিন আদালত তাকে জেলে 🅰পাঠানোর নির্দেশ দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শেখ হাসিনার সরকার পতনের দিনই সাঈদ বাহিনী ডেমরা বা꧟হির ট্যাংরা এলাকায় এসেই পুনরায়ꩵ নানারকম তাণ্ডব শুরু করে। পূর্ব শত্রুতার জেরে আমতলা এলাকায় আব্দুল হক নামে জনৈক গার্মেন্টস ব্যবসায়ী ছেলে হাসান ও তার ভাইকে বেধড়ক মারধর করে। অনেকের গদি ও দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, শুক্রবার বিকেলেও নিজ বাহিনীর উপস্থিতি ও চাঁদাবাজি বহালের উদ্দেশ্যে সাঈদ ওরিয়েন্টাল স্কুল সংলগ্নে তাণ্ডব চালানোর চেষ্টা করে। এ সময় বিক্ষুব্ধ জনতা তাঁকে গণপিটুনি দিতে থাকে। তার প্রতি দীর্ঘদিনের ক্ষিপ্ততা♚র একপর্যায়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে ভুক্তভোগী জনতারা।

এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রা♚প্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘গণপিটুনিতে সাঈদ বাহিনীর প্রধান সাঈদ নিহত হয়েছে বলে খবর পেয়েছি। এই ঘটনায় সাঈদ বাহিনীর অন্যান্য সদস্যরা ওই এলাকায় নানা রকম তাণ্ডব চালায়। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনীর ৩টি গাড়ি আসলে🐭 পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!