আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ২ জুন থেকে💯। যাত্রীদ🅰ের দুর্ভোগের কথা মাথায় রেখে এবারও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে।
মঙ্গলবার (২৮ মে) রেলমন্ত্রী জিল্লুল হাকিম এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, আগামী ১৭ জুনকে💛 ঈদের দিন ধরে ২ জুন আন্তঃনগর ট্রেনের অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে।
১৭ জুনকে ঈদের দিন ধরে ২ জুন থেকে আন্তঃ♚নগর ট্রেনের আসন অগ্রিম বিক্রি করার প্💜রস্তাব দেওয়া হয়। পরে সেই সিদ্ধান্তই গৃহীত হয়।
এবারের ঈদেও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন যাত্রী সর্বোচ্চ🎃 চারটি টিকিট অনলাইনে সংগ্রহ করতে পারবেন।