রাজধানীর চকবাজারের🦄 বিসমিল্লাহ টাওয়ারের পাশে পাঁচতলা একটি ভবনের সিরামিক ꦕগোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বেলা পৌনে ১১টায় খবর পেয়ে ঘটনাস্๊থলে যায় ফায়🍎ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের স𝄹দর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বেল꧙া পৌনে ১১টায় আগুনের খবর পেয়ে তা নিয়ন্ত্রণে পাঁচটি ইউনিট পাঠানো হয়েছে। পরে আরেকটি ইউনিট যোগ দিয়েছে।
এ ঘটনাꦿয় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ღষতির খবর পাওয়া যায়নি।