রাজধানীর পল্লবীতে ২ ছেলেকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে বাꦆবার বিরুদ্ধে। এ সময় ওই ব্যক্তি নিজꦛেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
শনিবার (১৬ নভেম্বর) পল্লবীর হাজিরটেকে এ ঘটনা ঘটে। শিশু দুটির বয়স ৭ ও ৫ বছর বলে জানা গেছে। পুলিশের ধারণা, পা🌄রি✃বারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে।
প্রাথমিকভাবে নিহত ছেলেদের নাম পাওয়া যায়নি। তবে তাদের একজনের বয়স আনুমানিক ৭ বছর ও আরেকজ𒉰নের বয়স ৩ বছর। আর ঘাতক বাবার নাম মো. আহাদ (৪০)।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য জানিয়ে বলেন, “সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে 𓆏🎃গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।”
এসআই মাজেদুল আরও বলেন, “আমাদের প্রাথমিক ধারণা আহা🔯দ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা কর﷽েন। তাদের হত্যা করার পর তিনি নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।”
ঘটনার সময় আহাদের স্ত্রী বাইরে ছিলেন বলে জানিয়েছেন এই প🐽ুলিশ কর্মকর্তা।