নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ন𝓰োঙর করা তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আটজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৩ জু🗹ন) রাত দেড়টার দিকে উপজেলার গাজী সেতুর পাশে দড়িকান্দি ডকইয়ার্ডে নিজস্ব জেটিতে নোঙর করে রাখা ‘ও টি সাংহাই-৮’ নামে তেলবাহী ট্যাংকারে এ বিস্ফোরণ হয়।
এ ঘটনায় দগ্ধরা হলেন জাহাজের স্টাফ আ. মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), 🍒ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)। তাদের মধ্যে পাঁচজন রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জার💦ি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
জাহাজটির শ্রমিকরা জানান, ট্যাংক🥂ারে বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পরপরই জাহাজে আগুন ধর��ে যায়। এ সময় জাহাজের অনেকেই শীতলক্ষ্যা নদীতে লাফিয়ে পড়েন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ট্যাংকারের ভেতরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে🐼ই জাহাজটিতে আগুন ধরে গেলে শ্রমিক ও কর্মচারীরা দগ্ধ হন। তাদের মধ্যে কয়েকজন হাসপাতাল𓃲ে চিকিৎসাধীন।”
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম জানান, জাহাজꦛে আগুনের ঘটনায় মোট আটজনকে বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। তাদের মধ্যে পাঁচজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ডা. মো. তরিকুল ইসলাম আরও বলেন, দগ্ধ তাজুলের শরীরের ৬৭ শতাংশ, হুমায়ুনের ৩০, ইমতিয়াজের ৩০, রুবেলের ৪৫, সোহেলের ৪৫ শতাংশ পুড়ে গেছ🔯ে বলে জানিয়ে🔜ছেন চিকিৎসক। তাদের সকলের শ্বাসনালী পুড়ে গেছে।